বৃষ্টিস্নাত বিকাল গড়িয়ে সন্ধ্যা ঘনিছে
পৃথিবীর বুকে এক অন্ধকার নামিছে--
বেলকনিতে একা দাঁড়িয়ে আছি- দিনের লেনদেন চুকে;
মেঘের সাথে গল্প করতেই; মেঘেরা ছুটছে অজানা গন্তব্যে---
মেঘেরা খেলা করে; তার বা কী আসে যায় আমার মন্তব্যে?
হয়ত সারারাত রিমঝিম শব্দে বর্ষণ হবে ধরণীর বুকে।
পাখিদের দেখা নেই- নীড় খুঁজে নিচ্ছে, নীড় হারা পাখি-
মাগরীবের আজান ভাসে মধুর; যেনো আল্লাহ্-কে ডাকি
গ্রীলের সাথে এক ফোঁটা জলে দেখি পুরো পৃথিবী;
ঝড়ো-হাওয়ায়; নারিকেলপাতার চিঁ চিঁ শব্দে
আলো-আঁধারের সন্ধিক্ষণে; অপলক স্তব্ধে--
দুনয়নে আঁকি যেনো বারবার, অপরূপ সৌন্দর্যের ছবি।

ধন্যবাদ