কুয়াশায় ভীত! সূর্যের পশ্চাৎ ধ্বনি
ঘন কুয়াশার ভেতর যাচ্ছে কারা?
আমরা যাচ্ছি, আমরা
আমরা কারা? আমরা কারা?

আমরা কৃষক, আমরা চাষী
আমরা দেশের প্রাণ;
ঘাম ঝড়িয়ে ফলাই ফসল
রক্তে বিপ্লবের ঘ্রাণ।।

পড়িয়া ফজর, লাঙ্গলে নজর
নিচ্ছি গোরুর পাল;
আমরা না থাকিলে, কে ধরিবে
বাংলার কৃষির হাল।।

কৃষিতে প্রযুক্তি, ভর্তুকি
গর্বিত মোরা চাষী;
ত্রিশ লক্ষ শহীদ দেখে যাক আজ
আমাদেরই মুখে--
অর্জিত স্বাধীনতার হাসি।।

ধন্যবাদ-