একসময় ঘুম ভাঙতো যার ফোনের রিংটোন এর শব্দে,
মোবাইল ফোনের এপাশ থেকে যাকে একটা চুমু খেয়ে দিন শুরু হতো,
সে আজ ঘুম থেকে উঠেই নিজ সংসার নিয়ে ব্যস্ত,
ব্যাপার টা কেমন অনুভব হচ্ছে?
তপ্ত দুপুরে কড়া রোদ গায়ে লেগে স্ক্রিন পুড়ে যাওয়ার ভয়ে যারে রোদে ঘুরাঘুরি করতে নিষেধ করতেন,
তার সেই স্নিগ্ধ সৌন্দর্য আজ অন্য কাউকে মুগ্ধ করছে।দুপুর গড়িয়ে বিকেল হতেই মাঠঘাট ঘুরঘুরে যার সাথে মোবাইল ফোনে মিষ্টি কথার ফোয়ারা সাজাতেন সে আজ অন্য কারো ঘরনি, ব্যাপার টা কেমন অনুভব করছেন?
গোধুলি পেরিয়ে পড়ার টেবিলে বসে যাকে নিয়ে ভাবতে ভাবতে পড়া লেখার বারোটা বাজিয়েছেন সে আজ তার আদুরে সোনামণিকে A ফর আপেল শিখাচ্ছে, ব্যাপার টা মেনে নিতে পারছেন?
সকাল, বিকাল,সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে
চারপাশ ঘন অন্ধকার,
গভীর রাতে কম্বল মুড়িয়ে ফিসফিস শব্দে বাচ্চার নাম নিয়ে ঝগড়া করা প্রিয়তমা এখন অন্য কারো শরীরের ভার সয়ে গভীর প্রেমে আচ্ছন্ন,
কি ব্যাপার টা কেমন অনুভব হচ্ছে?