কোথায় আজ মনুষ্যত্বের বিবেক
কোথায় আজ মানবতার নয়ন।
গ্রেনেডের বিষ্ফোরনে মরন খেলা
ভয়ে আতঙ্কিত সিরিয়ার জনগন।।
ধ্বংস স্তূপে গলিত অর্ধগলিত লাশ
চারিদিকে বইছে তাঁজা রক্তের বন্যা।
ঘরে ঘরে সমাধীর আয়োজনে ব্যস্ত
বাতাসে ভেসে বেড়ায় স্বজনের কান্না।।
বারুদের অগ্নিশিখায় জীবন্ত দেহ
আকাশে বাতাসে বইছে পোঁড়া গন্ধ।
গ্রেনেডের আঘাতে জীবন বিপাকে
নিষ্ঠুর আসাদ বাহিনী করে আনন্দ।।
ক্ষুধা ভরা চোখে হাজারো আতঙ্ক
ঘরে ঘরে কেন স্বজনহারা আর্তনাদ?
আজ মানবতার কাছে একটাই প্রশ্ন
ওরা মুসলিম!এটাই কি তাদের অপরাধ?