নীলাঞ্জনা.....
তোমার ঐ নীল নীল চোখ দেখে
নীলাদ্রী ঈর্ষায় ঈর্ষানিত্ব
কেন তার পানে আমি যাই না ছুঁটে।
নীলাঞ্জনা.....
ঈর্ষায় ঈর্ষানিত্ব গোলাপের পাঁপড়ি
কেন আমি তাকিয়ে থাকি
তোমার ঐ গোলাপ রাঙ্গা ঠোঁটে।
নীলাঞ্জনা.....
কপালে এলোমেলো চুল দেখে
মৃদু হাওয়া যেন ঈর্ষায় ঈর্ষানিত্ব
ছুঁয়ে যায় তোমায় মায়াবী পরশে।
নীলাঞ্জনা.....
আর আমি ঈর্ষায় ঈর্ষানিত্ব
নিজেই নিজের প্রতি
তোমায় পাই না কেন ভালোবেসে।