কোন ঘাতকের আঘাতে
আমি তো ভয় পাই না
তবে আমি ভীতু,কাপুরুষ না!!
বাঘ সিংহের থাবায়
আমি তো ভয় পাই না
কারণ আমি মরনশীল,চিরঞ্জীব না!!
সত্যি আমি ভয়ে ভীতু
কে? কখন? কিভাবে? কেন?
বিশ্বাসঘাতকেই জীবন করে বিপাকে!!
সারাদিন রাত তোলপাড় করে
খুঁজে বেড়াই সেই বিশ্বাসঘাতক
নিজেই নিজেকে প্রশ্ন করি দোষ দেবো কাকে!!
চারিপাশে কত ঘনিষ্ঠজন
বন্দু-বান্ধব আত্মীয় স্বজন
এ মুখোশের বেশেই কেউ নীরব ঘাতক!!
মান-সম্মান নিয়ে খেলছে
আমার দূর্বলতা কে পুঁজি করে
মুখোশেই লুকিয়ে আছে সেই বিশ্বাসঘাতক!!
বিঃদ্রঃ-(আমার এক শুভাকাংক্ষীর কিছু কথার প্রেক্ষিতে লিখা কবিতাটি)