সকাল জেনো সন্ধে আমার রাত্রি ভীষণ ভোর
রাত্রি আমার যেমন তেমন সকালে বিভোর।
রাত্রে আমার আলসেমি সকালে নিস্তেজ
আলো আঁধারির খেলায় যায় আমার বেহেস্ত
রেখেছে আমায় চোর পাহাড়ায় ঠায় দাড়িয়ে রোজ
চোর বলে ভাই কেমন আছো দাওনা তোমার খোঁজ।
হারিয়ে গেলে সম্পদ দাদার শোনায় কথক আরো
হয়েছে এবার অনেক তোমার ভিটেমাটি ছাড়ো।
মাসকাবারি বেতন যদি এবার যদি আনো
ঠায় দাঁড়িয়ে থেকে এবার মনোযোগ দিয়ে শোন।
টাকাটা আমার তাই সময়টাও চাই
ডাকবো তোমায় ভীষণ ভোরে এবার মাফ চাই।
খুশি মুখে বিদায় নিয়ে মুচকি হাসি হেসে
ভালোবাসা, শ্রদ্ধা তবু জানিয়েছি ঠেসে।
কালো মুখে বলতে চেয়েছিলাম প্রহরী আমরা ভাই
নিশি রাতে কার্য তুমি কম চেয়েছো কি তাই!
বরন ডালায় টাকা কামিয়েছ ভাগ চেয়েছি কি আমি?
করোনা-তে অর্ধেক বেতন আমরা কেমনে মানি!
মানুষ বাচে আমরাও বাচি বাচুক ভালোবাসা
ভালো থাকুক ঐ সকল টাকলা চোদনারপোলা।