ভালোবাসার সুর
গোলাম রব্বানী
সুরহীন মনে জাগবে ধ্বনি
গাইবে গানের তালে,
ভালোবাসায় আসবে আলো
দুখের মায়া জালে।
হাসিমুখে তাকাও যদি
ফুটবে সুখের ফুলটি,
স্বপ্ন জুড়ে আঁকবো ছবি
ভাঙবে সকল ভুলটি।
মন যে তবু চায় যে তোমায়
স্নেহমাখা চরণ,
ভালোবাসার ছোঁয়া পেলে
করব তোমায় বরণ।
তুমি আমি দুজন মিলে
বাঁধব সুখের ঘর তাই,
ভালোবাসার বন্ধন হবে
তোমায় শুধু আজ চাই।