আছে শুধু ভালোবাসা
দিলাম তোমায় তাই,
শূন্য হাতে ফিরছি পথে
রাখবে কি গো ঠাঁই?

চাঁদের আলো ঝরে যখন
ভাসে স্মৃতির গান,
হৃদয় জুড়ে বাজে সুরটি
বেজে ওঠে প্রাণ।

দুঃখ যত ভুলে থাকি
হাসি মুখে আজ,
ভালোবাসার গল্প লিখি
স্নেহ দিই সাজ।

নেই যে কিছু দেবার মতো
শুধুই মনের ধন,
ভালোবাসার দানে রাখি
সুখের আপনজন।

প্রতিদানে কিছু চাই না
আছে যত বেদনা,
স্মৃতির মালা বেঁধে রাখি
ভালোবাসা সোনা।