শাড়ি শুধু কাপড় নয়
     প্রেমের মধুর ভাষা,
রঙিন আঁচল দুলে গেলে
      জাগে মুগ্ধ আশা।

হাল্কা বাতাস ছুঁয়ে গেলে
     নাচে আঁচল ধীরে,
শোভা তারই মোহিত করে
     চেয়ে থাকে ফিরে।

রেশম কাঁপে সৌন্দর্যেতে
       আনে নতুন ঢেউ,
নারীর রূপে শাড়ির ছোঁয়ায়
     সাজে রঙিন বেড়।

সাতরঙা ওই শাড়ির ছোঁয়ায়
         সাজে বধূ বেশ,
   স্নিগ্ধ হাসির সাথে মিলে
    বাড়ে ভালোবাসা বেশ।

     ঐতিহ্যের সাথী হয়ে
       রইবে যুগের ধূপ,
  শাড়ি পরা নারীর ছোঁয়ায়
       বাড়ে রূপের রূপ।