ফিলিস্তিনের শিশু কাঁদে
      রক্ত ভাসে পথে,
বোমা ঝরে আকাশ জুড়ে
      জীবন মরে রথে।

মায়ের কোলে শিশুর লাশ
    চোখে আঁধার নেমে,
    স্বপ্ন ভাঙে প্রতিদিনই
       ঘৃণা বাড়ে জমে।

ঘরবাড়ি সব ধুলো হলো
   পুড়লো দিক দিগন্ত,
শান্তি কবে আসবে ভেবে
      মনটি হয় বিষণ্ণ।

বিশ্ব আজকে বোবা হয়ে
  দেখছে তাদের শোক,
ন্যায়বিচার কবে আসবে
নাই'যে কারো সেই বোধ।

আকাশ কাঁদে, বাতাস বোঝে
    শিশুর নিঃশ্বাস থেমে,
   ফিলিস্তিনের কান্না শুনে
      মানবতা কি ভেবে।