চলার পথে দিনে রাতে,
পাপের বোঝা বাড়ে সাথে।
তাওবা করে ফিরতে চায়,
তবু মনটা সোজা নাই।
লোভ-লালসার বাঁধন টানে,
সত্য পথটি চোখে না মানে।
নেক আমলের আলো মরে,
অন্ধকারে জীবন ঘোরে।
হৃদয় যদি পায় বিস্ময়,
রবের ডাকে জাগে ভয়।
তাওবা যদি করে মন,
মাফ করবে দয়াময় জন।
সোজা পথে চলতে শেখো,
গুনাহ মুক্ত জীবন রেখো।
পাপের বোঝা ফেলে রেখে,
আলোর পথে এগিয়ে দেখো।