প্রতিদিনই পথের ধারে
দাঁড়িয়ে থাকি চুপ,
শূন্য মনে বাজে সুরটি
বেদনারই রূপ।

আকাশ জুড়ে মেঘের ভেলা
চলছে ধীরে ধীরে,
তোমার আশা বুকে নিয়ে
বসে থাকি ঘিরে।

সন্ধ্যা নামে প্রদীপ জ্বলে
আসে কোকিল, গায় গান,
তবুও তুমি এলে না যে
ভেঙে দিলা মোর প্রাণ।

জোছনারা হাসে আকাশে
তারার মেলা ওই,
অপেক্ষারই প্রহর গুনি
আসবা কি গো সই।

বাতাস আসে ঝিরঝিরিয়ে
ছুঁয়ে যায় মোর মন,
তোমার কথা ভাবতে গিয়ে
ভিজে চোখের ব্রন।

রাতের আঁধার বাড়ে যখন
চাঁদ হাসে মিটমিটে,
তবুও তুমি এলে না যে
শূন্য মনটি নিভৃতে।

এ পথ যদি ভুলে যাও
বলবে কি আর কভু,
প্রতিক্ষায় যে পাথর হলাম
ফিরবে কি গো তবু।