নীতি নিয়ে চলে যারা,
এই সমাজের বুকে।
তাদের কপাল পুড়তে দেখি,
বিপদেরই মুখে।

সত্য পথে যারা থাকে,
পায় না তেমন দাম।
অসত্‍ যারা চালাক থাকে,
পায় যে মোদের মান।

ন্যায়-বিচারের কথা বললে,
হাসে লোকে তায়।
অন্যায়ে যে চুপটি থাকে,
তাকে দেবে স্থান।

তবু যারা সৎ পথে চলে,
হার মানে না কভু।
ন্যায়ের পথে যারা থাকে,
জয়ী হবে তবু।

দিন বদলাবে একদিন তো,
সত্য জিতবে তায়।
নীতি যার সাথী থাকে,
সেই তো জয়ী হয়।