মানবতার আলো জ্বালো সুখ দিও সবার মনে,
ঘৃণা-বিদ্বেষ ত্যাগ করো হাসি ফুটুক অঙ্গনে।
ভালোবাসার স্নেহ ছড়িয়ে করো জগৎ মঙ্গলময়,
সবার মাঝে সুখ বিলালে হৃদয় থাকবে শান্তিময়।
কাঁদে যারা পথে-ঘাটে, রাখো তাদের যতনে,
সহানুভূতির হাত বাড়িয়ে দাঁড়াও তাদের বিপদে।
তোমার হাতে যদি থাকে একটু আশার আলো,
তবে নিভে যাওয়া প্রদীপটাও জ্বলবে হয়ে নবদিনকালো।
গরিব-দুঃখী শিশু অসহায় সবারই বন্ধু হও,
মানবতার বীজ বুনে শান্তির পথ দেখিয়ে দাও।
নাই যে কভু ধন-সম্পদ, তবু যে জন হাসে,
তারই হৃদয় সবার মাঝে আলোর শিখায় ভাসে।
ক্ষুধার তাপে কাতর যারা দাও তাদের আশ্রয়,
তাদের মুখের একটুখানি হাসি রাখবে হৃদয়ময়।
সুখের মাঝে থেকো না শুধু দাও সবারে অংশ,
দুয়ার খোলো দান করো বদলাও মন-দৃষ্টিসংকোচ।
স্নেহ-মায়ার অমৃত বাণী যেথায় হাসে মধুর,
সেই হৃদয়ে ফুটে ওঠে প্রেমের বাগান সুগন্ধতর।
আসবে যদি ঝড়-তুফান থেকো সবাই পাশে,
মানবতার জয়গান যেন মিশে থাকে বিশ্ব-আকাশে।
রাত্রি শেষে ভোরের আলো আশার বার্তা আনে,
মানবতার মশাল জ্বালো শান্তি ফুটুক প্রাণে।
বাঁচুক সবাই মিলেমিশে থাকুক না আর দ্বন্দ্ব,
মানুষ যেন ভুলে না যায় মানবতার বন্ধন চন্দ্র।