আকাশ জুড়ে নেমে এলো
নূরের রঙিন বৃষ্টি,
রহমতের এই রাতে মোদের
আসে খুশির দৃষ্টি।

ফেরেশতারা নেমে আসে
বরকতে'রি ডালি,
সিজদায় মোরা মাথা রাখি
চাই যে দয়া খালি।

পাপের বোঝা ভারি হলো,
ক্ষমা চাই যে সদাই।
সৃষ্টিকর্তার দয়ার ছায়ায়,
ভয় যে যাবে হারাই।

এই রাতেতে কেঁদে কেঁদে
চাই ক্ষমা বারে বার,
রাখবে প্রভু রহম করে
খুলবে বেহেশতের দ্বার।

নামাজ পড়ে, হাতটা তুলে
চাই যে শান্তি আর সুখ,
প্রভুর রহম পেলে পরে
মিটে যাবে সব দুখ।