শোনো সবাই মুক্তির কথা
শহীদরা দিল প্রাণ,
রক্ত দিয়ে গড়া এ দেশ
স্মরণ করি সেই গান।
পাক হানাদার এল দুর্দিন
করল যত জুলুম,
লাখো বুকে বেদনা এঁকে
বাজল যুদ্ধের ঢোল।
২৬শে মার্চ বয়ে আনল
স্বাধীনতারই রাশ,
বীর বাঙালি রুখে দিল
শত্রুদের কালো বাঁশ।
লাল সবুজের পতাকাটা
উড়ছে যে আজ সুখে,
সেই ইতিহাস লিখব মোরা
গৌরব জাগে বুকে।
শপথ নাও, রাখবে এই দেশ
সত্য ন্যায়ের বাণী,
বীর শহীদের ত্যাগ ভুলে
কভু হবে না হানি।