এখানে নেমেছে অন্ধকার!
আকাশ হতে আঁধার ঠেকেছে গহীন সমুদ্রের অতলে
যার কোন অন্ত নেই ,চলছে আঁধরের বুনো উল্লাস,
কোথাও নেই আলো'র দ্যাখা,শুধুই আঁধারের ঘোর!
এখানে সূর্যের আলো’ও লজ্জিত
অন্ধকারের কুৎসিত ভয়াবহতার বীভৎস রূপ-
ঘিরে ফেলেছে আলোর ছটার গতিময়তাকে,
অন্ধকার,অন্ধকার! ঘোর অন্ধকারের চলছে মহড়া
চিরতরে মুছে ফেলার অস্তিত্ব আলোর!
আয়'রে আয় আছিস কোন দুঃসাহসী-
আঘাতের তীব্রতায় ভেঙে ফেল্ সব আঁধারের ঘোর
অরুণ আলোয় উঠুক হেসে সুন্দর সোনালি ভোর……