ভুলে যাব ব্যথা সব ফিরে আসো যদি,
মন থেকে মুছে দিবো ছিলো যত গ্লানি;
ঝরিয়ো না মিছে আর এ চোখের পানি;
আঁখি জলে হয়ে আছে দেখো কত নদী।

অনাহুত আর কতো ভুল বুঝে থাকা,
অবুঝের দহনেতে জ্যান্ত পুড়ে সারা;
হৃদয়ের ঝড় যতো সবি তুমি ছাড়া;
তুমিহীনা ঘর খানি আজো রয় ফাঁকা।

ফিরে এসো এই বাটে আজো রই চেয়ে,
ভুলাতে আসিও ব্যথা নিবিড় কাননে;
অনুযোগ ঝেড়ে ফেলে রাখিবো যতনে;
প্রতীক্ষাতে বসে রই আজো গান গেয়ে।

ছিলে যেমন তেমনি র'বে কাছে মোর,
অভিমান ভুলে এসে ভাঙো যতো ঘোর।