ওরে আয়রে ধেয়ে দ্যাখ'রে চেয়ে
ঝড় উঠিছে একত্ববাদে
নবীর তরিতে আজ দুশমনে ভরা
আপনা স্বার্থে সবে আত্মহারা
ওরে সত্য পুরুষ নাবিক ভাই
সত্য প্রেমের ক্ষয় নাই
অন্তরে রাখো বিশ্বাস এক আল্লার
শক্ত করে ধরো ভাই নবী তরিকার
উঁচু রাখো শির,হে মুসলিম বীর।
জালিমের ভীতি কতো আর সওয়া
কতো আর পড়ে পড়ে মার খাওয়া
মরতেই হবে তাই
মৃত্যু পথের যাত্রী আমরা,মরণে আর ভয় নাই
লও পাথর আর ইট পাটকেল যা পার তাই
ভয় করিনা বুমারো বিমান যায় যাক প্রাণটাই।
পূণ্য ভূমিতে জালিমের রাজ
নিশ্চিহ্ন করিতে সাজো রণসাজ
একাত্ম হও মুসলিম জনতা কর অঙ্গীকার
প্রাণের বিনিময়ে আনবো ছিনিয়ে স্বাধিকার।
ওরে সব তরুণ অরুণ
কে কে চলবি আয়রে চল
ঐ জালিমের বুকের রক্তে
সাজাবো আজি নব ভুবন।
নিজের ভূমি করতে স্বরাজ
এসো নেমে,ময়দানে,
রণক্ষেত্রেই হোক পরিচয়,মুসলিমে আর মুনাফিকে
নির্দয় পাষাণ হয়েছি আজ
দ্যাখে অগুণতি ভাই বোন আর শিশু বৃদ্ধার লাশ
রাখবো না আর চিহ্ন কোন বেঈমান,দখলদারীর
প্রস্তুত হও মুক্তিকামী,মুছো আঁখি নীর
রুখে দাঁড়াও,আমরা বীরের জাতি অহংকার ধরণীর
উঁচু রাখো শির, হে মুসলিম বীর।