নাই যদি আসি আর প্রিয় এই ঘাটে,
তখনো কী রবে চেয়ে সূর্য্যি নামা পাটে;
নীরবতা চারিদিক জলে চোখ ফেলে,
করো কী খোঁজ আমায় প্রতিটি বিকেলে।
চাঁদ দোলা জল মাঝে দ্যাখো কার ছবি,
সুর তুলে ওঠো গেয়ে ওগো সন্ধ্যা কবি;
রাত্রি যবে ভার হবে ঘুম হারা চোখে,
ব্যকুলতায় কাঁদো কী ক্ষণিকের সুখে।
ঊষার লগনে এসে দাঁড়াতে যেথায়,
আজো সে ভোরের রবি ডাকে ইশারায়;
দোলে ফুল ফুল বনে গায় পাখি গান,
অতীতের স্মৃতি ভেবে উচাটন প্রাণ।
বাউরি বাতাস মনে দোলা দিয়ে যায়,
অতীতের স্মৃতি ডাকে আয় ফিরে আয়।