নির্লজ্জতার সীমানা পেরিয়েছি ঢের,
কখন যে হারিয়েছি জীবনের খেই;
বুঝিনি কিছুই আর অবশিষ্ট নেই;
হেলায় কাটিলো বেলা পাই নি'ক টের।

তোমার সম্মুখে আজ দাঁড়াই কি মুখে,
অনার্য থেকেছি ওগো সারাটি জীবন;
সত্য বিমুখী ধৃষ্টতা করেছি চয়ন;
ভেসেছি মিথ্যে প্রমোদে সদা মহাসুখে।

বিবেকের দ্বার যবে খুলিলো সহসা,
খোঁজে দেখি নাই মোর সৎ কর্ম কোন;
চাই ক্ষমা নাই মুখ তবু ডাকি শোন;
বেঘোরের ত্রাতা তুমি,তুমিই ভরসা।

অসহায় পাপী আজ ডাকি বারে রার,
মোর পাপে চেয়ো না'ক মালিক ক্ষমার।