দৈন্যতাটুকু আমার নিও না'কো কভু,
সজ্ঞানেতে দিশাহীন থেকেছি যে প্রভু।
আজন্মকাল থেকেছি অন্ধত্বে বিভোর,
বেখেয়ালী জীবনের অনাহুত ঘোর।
অবাধ্য থেকেছি সদা মোহে দুনিয়ার,
স্বীয় আত্মায় জুলুম করি বেশুমার।
উদ্ভট পথ চলায় নাই কোন পুণ্য,
আমলের পাতা দেখি ভয়ানক শূন্য।
হেলায় কাটিলো মোর জীবনের বেলা
দুর্দিনে পড়িয়া বুঝি আমি যে একেলা
শেষ বিচার ভীতিতে মনে জাগে ভয়,
মোর পাপে চেয়ো না'ক ওগো দয়াময়,
জেনেছি মহামহিম তুমি কৃপাময়,
ভুল ক্ষমা করে দিও চরণে আশ্রয়।