তুমি কাছে ডাকলে
পৃথিবীর সমস্ত প্রতিবন্ধকতা পেছন ফেলে-
ছুটে যাব উল্কার বেগে গ্রহানু হতে গ্যালাক্সির দূর পথে
অবলীলায় সয়ে যাব এক পৃথিবীর যাতনা যতো

তুমি কাছে ডাকলে
ভুলে যাব বহুকালের পুরোনো ক্ষতটা
মান অভিমান ঝেড়ে ফেলে ছুটবো শ্রান্তিহীন
তপ্ত মরুর হাজার ক্রোশ হেঁটে যাবো অনায়াসে

তুমি কাছে ডাকলে
ছাড়তে পারি সিংহাসনের আকাঙ্ক্ষিত বাসনা
সাম্রাজ্যের বৈভব ছাড়ি দাঁড়াতে পারি তোমারি পাশে
হতে পারি সর্ব ত্যাগী শুধু তুমি কাছে ডাকলে