যদি তুমি থাক পাশে
মানবো না আর মিথ্যে হুঙ্কারের প্রদর্শনী
পৃথিবীর সমস্ত জঞ্জাল করবো দূর এক নিমিষে।
অনায়াসে দাঁড়াবো তোমার শ্লোগান মুখর রাজ পথে
যমদূতের পরোয়া করিনা আর তুমি পাশে থাকলে…
নির্ভয়ে দাঁড়াতে পারি
রাইফেল কিম্বা মেশিনগানের মুখে
নেই কোন সংশয় হোক না বক্ষ বিদীর্ণ!
যেখানে ছুটে লাখ কোটি বুভুক্ষিত জনতার আহাজারি
অধিকার দাবিতে যেথা উচ্চকিত মুক্তিকামীর কণ্ঠস্বর
বজ্র নিনাদে আমিও দাড়াব এসে,তুমি পাশে থাক যদি।
যদি তুমি থাক পাশে
ঐ পতেঙ্গা,সী বীচ,লাভনী অথবা সুগন্ধার বুকে
ভাসাবো আমার ছোট্ট ডিঙ্গি নাও
যদি বা হারাই ঐ দূরের উত্তাল তরঙ্গের শেষ সীমানায়
ফিরবো কিনা জানিনা তবু নাই ডর অন্তরে আর…
মানবো না দুরত্ব কোন
মানবো না ভৌগোলিক রেখার সীমাবদ্ধতা
এই পৃথিবী আমার,আমি সন্তান এর
সমগ্র ধরিত্রীর যত কাঁটাতার আর উচ্চ প্রাচীর
এক লহমায় কোরবো সাবাড়, তুমি যদি থাক পাশে…
যদি জানি তুমি একান্তই আমার
জনমের ক্লেশ ভুলে সম্মুখে তোমার দাঁড়াব আবার
পাষাণের বুকে ফোটাবো গোলাপ,মল্লিকা,
শুভ্র রজনীগন্ধা আর শিউলি বকুলে ঢেকে দিবো
ধরার পঙ্কিলতা যত, খুশির ফোয়ারা ছুটাবো-
দেদার,মুছে দিব হৃদ ক্ষত,জাফরান আতর ছিটাবো প্রতিটি মনের মোহনায়,চাঁদ সিতারা ওরাও
হবে অধীন, তুমি যদি থাক পাশে।