পুড়ছে সময় অভিসম্পাতের নিবিড় দহনে
ব্যস্ততার গ্যারাকলে বেখেয়ালি সকলে
নিষ্ঠা,নৈতিকতা,মানবিকতা শুধুই মাইক্রোফোনে
কাঁটাতারে ঝুলছে নিষ্পাপ ফেলানিরা
বোবা কালার মুখেও আজ তাচ্ছিল্যের হাসি!
মাইক্রোফোন তোমার হাতে
বলছো গলা ফাটিয়ে তোমায় খুব ভালোবাসি
তুমি,আমি দুজনেই জানি বেশ
লক্ষ যোজন দূর আমাদের বিশ্বাস
এই দুরত্ব ঘোচানোর নয়
চলছো তুমি ফাগুনের বুকে বৈশাখী তাণ্ডবে!!!
আর আমি…
আমি ব্যথিত মননে নিরন্তর প্রচেষ্টায় নিমগ্ন
যদি পারি মাজা ভেঙে যাওয়া গাছটাকে দাঁড় করাতে
যদি ফুটে ফুল মুচড়ে যাওয়া ফাগুনের বুকে
তাই'তো তোমার অবজ্ঞা আর
নির্মমতার বুকে লাথি মেরে বারবার ফিরে আসি…
তুমি জানবে কি না জানিনা আমি
তবু চিৎকার করে বলি,তোমাকে নয়-
নিষ্পেষিত ধরণীর নিপীড়িতকেই বড় বেশী ভালোবাসি।