শুধু জেনে নিও
আমার আজন্ম বাসনা,আমার হৃদয় নিংড়ানো
সবটুকুন প্রেম পুবের হাওয়ায় দিলাম ভাসিয়ে
সে শুধুই তোমার উদ্দেশ্যে জেনে নিও……
আমার বনের শেফালিকা চামেলি ফোটে নিতি
তোমার ঐ ভ্রমর কালো খোঁপায় দুলবে বলে
তুমি পাশে নাই অভিমানে ফুলগুলি শুকায়
দূরে হতে তাই সুবাস বিলাই কুড়িয়ে তুমি নিও…
শুধু জেনে নিও
আজো দিনগুণে যাই স্থীরদৃষ্টি রাখি ঐ সরণির পর
রেলগাড়ীর প্রতিটা হুইসল কামানের মতো বিঁধে
তবুও জেনো তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়ো…