আজিকের এই শুভ দিনে
আসলে তুমি ভবে,
তোমায় ঘিরে খুশিতে আজ
আত্মহারা সবে।

সবার ছিলো হাসি খুশী
চোখে মুখে লেগে,
খুশীর জোয়ার বইছে সদা
কতইনা আবেগে।

দিনে দিনে যায় কেটে দিন
মাসের পরে বছর,
ঘুরে ফিরে আসে এই দিন
সকলের অগোচর।

বারেবারেই আসুক ফিরে
আজিকের সুখের দিন,
জীবনটা হোক চির সুখের
প্রার্থনা নিশিদিন।

জন্মদিন শুভ জন্মদিন
বারবার আসুক এই দিন,
শুভ হোক তোমার প্রতি ক্ষণ
শুভ হোক জন্মদিন।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

আল্লাহ তায়ালায় দয়ার দান প্রিয় পুত্র
❤️❤️❤️রাকিবুল আতিক ❤️❤️❤️
এই দিনেই পৃথিবীতে আসেন,আমরা পারিবারিক
ভাবেই আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ।