জ্যোৎস্না যতোই ছড়াক না চাঁদ
নাই রে তাহার আলো,
আমার ঘরের এই প্রিয় মুখ
চাঁদের অধিক ভালো।


চলবে……