সন্তান সম যাহারা মন দিয়ে শোন,
আবেগের বশে ভুল করো না'কো কোন;
এভাবেই কী হয়েছো তুমি এতো বড়?
ভেবে চিন্তে জীবনের সব কাজ করো।

রুধির উত্তাপে ভুলে গেলে পিতামাতা,
ভেবেছো কল্যাণ দিবে তোমায় বিধাতা?
যাদের লালনে তুমি হলে রূপবতী,
লাঞ্ছিত করে তাদের জেনো নিজ ক্ষতি।

পিতামাতার অধিক ভালোবাসা যার,
প্রবঞ্চনা অন্তরেতে জেনে রেখো তার;
যৌবনের তেজ থাকে কার চিরদিন,
আসিবে সন্তান ঘরে শুধিতে এ ঋণ।

হবে তুমি পিতামাতা বুঝিবে তখন,
অবাধ্য সন্তানে পুড়ে হৃদ অনুক্ষণ।