মনুষ্য অবয়বে যত নব্য পৈশাচিক কালো থাবা
পুঁজিবাদীর গ্যাঁড়াকলে ভূলুণ্ঠিত আজ মানবতা,
ক্রমশ সভ্যতার নামে চলছে সর্বত্র দাঁত বার করা-
হিংস্র জানুয়ারের যতো নির্লজ্জতার বিকৃত হাসি!
ওরাই যে সমাজ রাষ্ট্র রাজনীতির নীতিনির্ধারক
মানুষ্য সত্তা ওরা কিনেই রেখেছে ক্ষমতার দামে,
মানুষগুলোও আজ বড্ড যান্ত্রিক হতে শিখে গেছে
যেনো নেই তাদের কোন অনুভূতি কিম্বা প্রতিবাদ।
বুভুক্ষিত জনতার ভুজে নামে শকুনির শ্যেনদৃষ্টি
নির্বিবাদে চলছে মহড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগামীতার,
রাজপথ পথে দাঁড়ায় না কেউ নুন ভাতের দাবীতে
খেতে না পেয়ে আধ মরা,তবু প্রাণটা থাক বেঁচে।
সর্বত্রই আজ কলমের প্যাঁচ আর কালো-বাজারি
মিথ্যার জয়জয়কারে কোণঠাসা রয় সত্যবাদীরা,
কালের নির্মম অভিশাপে নেয় না জন্ম আর বিপ্লবী
তাই অদৃশ্য দেয়ালে বন্দি ন্যায়ের উচ্চকিত কণ্ঠ।