যামিনী ঠেকেছে শেষ প্রহরের কূলে
ভাঙেনি স্বপন তখনো মর্মমূলে;
মেলতে পারিনি আঁখি পল্লব ভয়ে,
যদি ফিরে যায় থেকেছি যাতনা সয়ে।
আলো-আঁধারির হেঁয়ালির ঘোর যত,
জেঁকে বসে আছে বোবা কান্নার মত;
হারানো দিনের দুঃখ সুখের স্মৃতি,
মনের গহীনে কাঁদে বেদনায় নিতি।
তবু আশা রাখি,থাকুক না বেঁচে সাধ,
হোক না স্বপন দূর আকাশের চাঁদ;
ললিত প্রেমের লালিত বাসনা আজ,
সঁপে দিব তার তরে ঝেড়ে লোকলাজ।