সকল ক্ষেত্রে লুণ্ঠনের রাজ করছো কায়েম তোমরা বেশ,
এর পরিনাম থামবে কোথায় সে হিসেব কী করছো ভাই;
ক্ষমতাকে কুক্ষিগত করেই সাবাড় করছো দেশ,
সকল ক্ষেত্রে লুণ্ঠনের রাজ করছো কায়েম তোমরা বেশ,
জুলুমবাজি ইচ্ছে মতোই মানবতার নাই'কো রেশ,
যতোই উড়ো ধরতে আকাশ দ্যাখবে তুমি শূন্যটাই;
সকল ক্ষেত্রে লুণ্ঠনের রাজ করছো কায়েম তোমরা বেশ,
এর পরিনাম থামবে কোথায় সে হিসেব কী করছো ভাই।