গহীন রাতে বর্বরোচিত ছোবল
প্রকম্পিত গাজার ভূমি,আকাশ,শূন্য হতে নামে
ভায়াবহ বোমার আঘাত,কী বীভৎসতার নিদারুন চিত্র!
উড়ছে আকাশে মানুষের ছিন্নভিন্ন দেহ পাখির মতোন!
কী করুণ মৃত্য?হায় গাজা! হায় ফিলিস্তিন!
কাঁপে আাকাশ,কাঁপে কঁচি প্রাণের জিজীবিষা
নিমিষেই চুরমার আবাসস্থল, মসজিদে আল আকসা
গৃহহারা কতো পরিবার বাঁচার তাগিদে ছুটে দিগ্বিদিক
খাদ্য নেই,জল নেই,চারিদিকে শুধু ধোঁয়া আর শূন্যতা!
ধ্বংসস্তুপে খুঁজে মাতা আপন সন্তানে
পাগলিনী মাতার চিংকারে দেয় না সারা অবুঝ
ভঙ্গুর দেয়ালও নিথর শিশুদের মতোই নির্বাক
অদূরে পড়ে থাকা খেলনাটাও যেন চুড়ান্ত হতবাক!
আাকশে ড্রোন,জমিনে বিষাক্ত হাওয়া
বাতাসে লাশের গন্ধ আর স্বজন হারার আর্তনাদে-
বিবেকহীন,দৃষ্টিহীন বিশ্বকে আজন্ম ধিক্কারে লিখে গেল
ফিলিস্তিন যেন মহাকালের শোকের কাব্যভূমি।