বাজার গরম বললে চরম
সাজা আছে ভালে,
চাটুকার দল নাই'কো শরম
জন্মিছে এই কালে।
সিণ্ডিকেটের জাল ফেলেছে
পড়ছে গরীব কলে,
তেল বাজারেই অনুশীলন
বেশ'তো ভালো চলে।
মরিচ পেঁয়াজ সব খেয়েছে
এবার আলুর পালা,
সবজি বাজার আরো চরম
মুখটি বেজায় কালা।
খাল বিলের আর নদীর মাছে
যায় না রাখা চোখ,
পাঙ্গাশেও যে লাগছে আগুন
ধড়াস করে যে বুক।
গরুর মাংস আর খাসির দাম
আকাশ ছোঁয়া ভাই'রে,
ব্রয়লার মুরগী সেও বেগতিক
এখন কোথায় যাই'রে।
বুঝেই গেছে বদ কারবারি
প্রতিবাদহীন এই জাত,
তাই'তো ওদের কারসাজিতে
হচ্ছেই জাতি কাত।