গুণগান সবি তাঁর সর্বেসর্বা যিনি,
আনিনি সন্তান কেউ অর্থ দিয়ে কিনি;
সু-সন্তানে ভাগ্য দান করিলেন যিনি,
আজন্ম গোলাম তাঁর থাকি চিরঋণী।
আনুগত্য সন্তানের ভাগ্য হয় যার,
অন্তরে প্রশান্তি তার সুখী দুনিয়ার;
আখেরে অধিক পাবে যাহা প্রত্যাশার,
নেক সন্তান সর্বদা শ্রেষ্ঠ দুনিয়ার।
পিতামাতার ইজ্জত বুঝে দুনিয়াতে,
অসম্মান হয় না'কো যেন আখিরাতে;
পিতামাতার কল্যাণে ভাবে দিনরাতে,
চোখের অস্রু ঝরায় বসে মোনাজাতে।
সুসন্তান দিয়াছেন যাকে দয়াময়,
ইহকাল পরকাল তার সুধাময়।