যদি এমন হতো…!
এমন না হয়ে যদি হতো অন্য!
চাইলেই কী সব হয় নিজের মতো?
না কাউকে গুছিয়ে দেয়া যায় তার মতো!
তবুও কত শত কথার দেয়ানেয়া,যার
হয়নি কোন বিস্তার,প্রতিফল!এ কি শঠতা নয়?
সত্যিই'তো,এও এক শঠতা,নিজ'কে অথবা
অন্যকে শান্তনা দেবার মন ভোলানো ছলনা…
ক্ষয়েই যাবে যে নক্ষত্র তাকে ধরে রাখে সাধ্য কার
সুখের ছোঁয়া নাই যার ভালে কে রুখে তার হাহাকার
জানি তার নেই কোন উত্তর জানা!
তবুও চলছে প্রবঞ্চনার এই ইচ্ছা অনিচ্ছার-
সাবলীল মিথ্যে প্রতিশ্রুতির অনাহুত আশ্বাস!
চলছেই এ খেলা কাল থেকে কালান্তর…