সুদূর প্রেয়সী ওগো ভোল অভিমান,
ফিরে এসো এই পাটে করি আহ্বান;
ছিলো যত খেদ মনে হোক অবসান,
অন্তরে রেখেছি পুষে প্রেম অফুরান।
কুন্তল ভাঁজে গুঁজিব মালা করবীর,
মেটাবো জনম তৃষা তৃষিত আঁখির;
পরানে জাগে স্বপন প্রিয় সে নিশির,
ছড়াবো ভুবনে সখি প্রেমের আবির।
এসো ওগো প্রণয়িনী আগের মতোন,
দেখো চেয়ে ফোটে ফুল কুসুম কানন;
প্রাণ ভরে এসো রচি সুখের স্বপন,
অনন্ত যামিনী জাগি বিনিদ্র নয়ন।
চিরন্তনী ভালোবাসা শ্রেষ্ঠ উপহার,
সমর্পিত তাই আজি জেনো অঙ্গিকার।