সেজেছো এমনি যেন একচ্ছত্র অধিপতি
দাম্ভিকতায় নিয়েছিলে কেড়ে নিঃস্বাসের স্বাধীনতা
দুঃশাসনের রক্তচক্ষুর তিরবিদ্ধ অগুণতি বুক
মজলুমের কাতরতায় করেছো যতো নিষ্ঠুর তামাশা
পিড়িত কে নিস্পেষণ হেতু এঁটেছো নব নব দুর্মতি

আমার আমার তর্জনে শঙ্কিত সকলেই
আতঙ্কের ভয়াবহতায় কম্পিত প্রতিটি হৃদপিণ্ড
বেশ্যার দালালের ন্যায় নির্লজ্জ দোষরেরা তৎপর সদা
শুধু তোমার খুশিতেই যেন স্বর্গ লাভ ওদের
বুঝনি কখনো দাম্ভিকতায় হারালে তুমি জীবনের খেই

নমরূদ,ফেরাউন তাদেরও হলো করুণ পরিণতি
জেনেও মুখোশের আড়ালে রচিলে স্বৈরাচারী মনোভাব
প্রতিহিংসা চরিতার্থে আনলে ডেকে নিজেরই দুর্গতি

বুকের ভেতরের চাপা কান্নারা অভিসম্পাত হয়ে-
দেয় নাড়া উর্ধ্বাকাশে ন্যায় বিচারের কপাটে
নিপিড়ীত মানুষের সম্মিলিত আহাজারি যায় নি বৃথা
নিমিষেই ভেসে গেলো ক্ষমতার দম্ভ আর জৌলুশ

এই বাংলা যেন আবার স্বাধীনতার পেলো স্বাদ
বুক হতে নেমে গেলো আকাশ ভারী অসহনীয় পাথর
প্রাণ ভরে নিচ্ছে নিঃশ্বাস মুক্তিকামী জনতা
পুনঃ স্বাধীনতার মাধ্যমে হলো স্বৈরতন্ত্রের কবর।