সন্ধ্যা হতেই নীহারে ঢেকে যায় ধরা
ঘরে ফেরে শীত-ভীতু সব প্রাণীকূল,
হিম সমীরণে যেনো কাঁপে বসুন্ধরা
শীত এলে হার মানে সকল প্রতুল।
রাত যতো হয় ভারী কুয়াশা প্রচুর
হিমানী আবৃত যেনো পৃথিবীর কূল,
হাড় কাঁপা এই রাত হয় না'কো ভোর
শীতের তাণ্ডবে তাই সবি প্রতিকূল।
হৃদের পীড়া বাড়ে'গো দীর্ঘ রজনীতে
শীতে কাঁপে দেহ আর অন্তর বিরহে,
কার কথা মনে জাগে নিশীর সঙ্গীতে
খুঁজি তারে স্মৃতিপটে অন্তরে কে রহে।
শীত রজনীর বুকে হিম যেনো সবি,
হিম হিম হিমানির প্রকৃতির ছবি।