মনের চিতায় দগ্ধ কতো স্মৃতিকথা,
নিঃসঙ্গ যামিনী আজ হলো সহচর;
প্রত্যাশার লিপ্সা তুচ্ছ অবহেলে যথা,
সুপ্ত অভিলাষ যতো রয় অগোচর।
অতৃপ্ত বাঞ্ছা হৃদয়ে বাড়ায় হতাশা,
তৃষিত পরান হায় তিয়াসা কাতর;
মরু বুকে ফোটা ফুল ভাবনা দুরাশা,
নিষ্ফল জেনেও হৃদ সিদ্ধান্তে অনড়।
প্রাপ্তির বাসনা আর নাই হৃদে কোন,
পারো যতো দিও ওগো যাতনা অতুল ;
পথ চেয়ে তবু র'ব স্থীর মনে জেনো,
রেখেছি'গো প্রেম সুধা হৃদয়ে প্রতুল।
নিয়ে যাও ওগো প্রিয় সুখ ভাগ্য রেখা
পারো যদি শেষ বেলা দিয়ে যেও দেখা।