শ্যামা মেয়ে চাই হতে তোর প্রেম যমুনার নেয়ে,
ভাসতে ভাসতে দেখবো ও রূপ সকাল সন্ধ্যা চেয়ে;
              তোর বুকেতে করবো খেলা ;
              ভাসাবো মোর প্রেমের ভেলা,
কাটাবো দিন অধিক সুখেই প্রেমের-ই গান গেয়ে,
শ্যামা মেয়ে চাই হতে তোর প্রেম যমুনার নেয়ে।

ছাড়বো না আর তোর সীমানা আসুক না ঝড় ধেয়ে,
ঝড় ভীতিতে পার গুছানোর নই যে আমি নেয়ে,
                 সকল সময় পাশেই র'ব,
                বেঘোর দিনের সঙ্গী হবো,
যায় ঢেকে যাক নীল আকাশ'টা কালো মেঘে ছেয়ে,
শ্যামা মেয়ে চাই হতে তোর প্রেম যমুনার নেয়ে।
              
বল না শ্যামা তুই কি খুশি আমায় কাছে পেয়ে,
তুই ছাড়া যে স্বস্তি হারাই অন্য কোথাও যেয়ে;
                   ভুবন জুড়ে তোরই ছবি,
                তুই যে আমার ভোরের রবি,
আঁধার নিশির চাঁদের আলো তুই-যে শ্যামা মেয়ে,
শ্যামা মেয়ে চাই হতে তোর প্রেম যমুনার নেয়ে।