শ্যামা মেয়ে দ্যাখনা চেয়ে আঁখিতে কার ছবি,
সেই যে আমার হৃদ অতিথি প্রথম ভোরের রবি;
তার নয়নের বাঁকা চাওয়া,
বয় পরাণে উষ্ণ হাওয়া,
তার সে রূপের বর্ণনাতেই বিভোর কতো কবি,
শ্যামা মেয়ে দ্যাখনা চেয়ে আঁখিতে কার ছবি।
জানিস যদি নিশ্চিত করে তুই কি আমার হবি,
তোর বেদনার সাথি হবো সঙ্গে আমায় ল'বি?
ভুলবি'রে তুই ব্যথার ক্ষত,
ভাসবি প্রেমে অবিরত,
করবো পূরণ তোর জীবনের অপূর্ণতা সবি,
শ্যামা মেয়ে দ্যাখনা চেয়ে আঁখিতে কার ছবি।
যতই দূরে যাস না তুই হয় কি প্রেমের মুলতবী,
হৃদয় মাঝে গেঁথে আছে চাঁদ মুখের জলছবি;
ও শ্যামা তোর হৃদয় মাঝে,
বসতি মোর সকাল সাঁঝে,
ধরা যদি দিতেই রাজি ক্যান্ করিস মতলবি,
শ্যামা মেয়ে দ্যাখনা চেয়ে আঁখিতে কার ছবি।
<><><><><><><><><><><><><><>
উৎসর্গ:-
আসরের প্রিয় সম্মানিত কবি
"শরীফ এমদাদ হোসেন"সাহেব এর করকমলে।
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲