শ্যামা মেয়ে তোর সে নাচন ক্যান্ হলো যে বাসি,
সবুজ বুকে কোন্ সে ব্যথায় ফুরোলো তোর হাসি;
তোর বিরহে দূর আকাশে,
কাঁদছে হুরী হায় তরাসে,
কোন্ অভিমান তোর বুকে রয় ওরে সর্বনাশী,
সবুজ বুকে কোন্ সে ব্যথায় ফুরোলো তোর হাসি।
ও শ্যামা তোর সুখের কুটির ছিলো হাসিখুশি,
কোন সে হঠাৎ জোয়ার এসে সবই নিলো ভাসি;
ভাসলো আশা ডুবলো স্বপন,
বাসি যে হয় পুষ্পচয়ন,
পাইনা ভেবে তোর জীবনে এ কোন সর্বগ্রাসী
সবুজ বুকে কোন্ সে ব্যথায় ফুরোলো তোর হাসি।
আসলে ফিরে আবার ফাগুন ফিরবে কি তোর হাসি,
জুঁই মালতি মল্লিকা আর গোলাপ রাশিরাশি;
সকল শোভা তোর দ্বারে আজ,
তবুও ক্যান্ এতো নারাজ,
কোন শোকেতে পড়লি'রে তুই এমনি মধুর ফাঁসি,
সবুজ বুকে কোন্ সে ব্যথায় ফুরোলো তোর হাসি।