কেউ কী নেই?পাশে দাঁড়াবার
শুনে অই কচিকাঁচার আত্ম চিৎকার
কী বীভৎস পৈশাচিক বর্বরতার করুন দৃশ্যপট
মানুষের লাশ'তো নয় যেনো জ্বলন্ত অঙ্গার!
তবুও দৃঢ প্রত্যয় গর্জে ওঠার
বীরদর্পে দাঁড়ায় বিজাতীর রাইফেল সম্মুখে
দ্যাখেছি অই কিশোর কিশোরীর কণ্ঠে বলিষ্ঠ হুংকার
দুর্দান্ত প্রতাপে ভূমি রক্ষার অঙ্গিকার
সাবাস ফিলিস্তিনি তুমিই স্রস্টার শ্রেষ্ঠ অহংকার।