২৩৭.
আনন তোমার পূর্ণ সুখের কি পেলে'গো বোলবে তাই
যদিই একবার জানতে পারি আর কী কোন পথে যাই,
ও পিয়ারী হও দিশারী দাও গো সন্ধান সাকির ঘর
মন্দই বলুক পাড়ার লোকে আমার কিন্তু তাকেই চাই।