৩৪৪.
তোমার প্রেমের অমিয় সুধায় ডুবছে পাগল এই প্রেমিক
তাই বুঝি হায় এহেন অহম ছড়াও কলঙ্ক চতুর্দিক,
পোড়লে সোনা তা হয় খাঁটি তাই তার পোড়ানোয় অমন সুখ
এই কলঙ্ক প্রাণাধিক প্রিয় ভালো যে বেসেছি এটাই ঠিক।
৩৪৫.
উজল নয়নে তাকালে যখুনি হৃদয়েতে মোর উঠলো ঝড়
অই নয়নের-ই আকর্ষণে ছেড়েছে গো মন সকল ডর,
ভীতি নাই কোন অন্তরে আজ ভুলায় তোমায় কোন্ পাষাণ
প্রতিজ্ঞা মোর অই নয়নের স্বপ্নের সাথে বাঁধবো ঘর।