৩৪৩.
জীবন পথের ভ্রান্ত পথিক ঘুরছি যে হায় বেঘোরে
ঘোর আঁধারে হারাই যে খেই আলোর সে পথ রয় দূরে,
কোন্ সারথির আলোর মশাল ছুটছে আঁখির অগ্রভাগ
সেই আলোকের পাইনা নাগাল রয় সেথা কোন সুদূরে।