৩৪১.
জ্যোৎস্না মাখা রূপটি তাহার অন্তরে নিকষ কালো
কদাকার তার নিত্য নীতি উপর উপর খুব ভালো,
মিষ্টি হাসির প্রবল মায়ায় ডুবলো যে জন বেঘোরে
সেই মায়াবীর প্রেমের ফাঁদে নিজের সবি খোয়ালো।