৩৪০.
কোন্ শাপে তোর জ্বলছে ভুমি ঘরহারা আজ অগণন
ঐ অরণ্যের নিস্পাপ পশুর অগ্নিদগ্ধে ক্যান্ মরণ,
বুঝতে যদি পারিস ওরে জুলুমের পথ ছাড় আজ-ই
যাঁর ক্ষমতার শৌর্য এমন শুধরাইতে নে তার স্মরণ।